Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
নিলাম বিজ্ঞাপ্তি
বিস্তারিত

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

দুর্গাপুর,নেত্রকোনা।

 

 

নিলাম বিজ্ঞপ্তি 

 

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,নেত্রকোনা জেলাধীন দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের,বিরিশিরি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়,বায়রাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় শ্রীরামখিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় এর পরিত্যক্ত ভবণের মালামাল নির্ধারিত শর্তে যেখানে যে অবস্থায় আছে প্রকাশ্যে নিলামে দুর্গাপুর উপজেলা পরিষদ হল রম্নমে আগামী ২৬/০৬/২০১২ খ্রিঃ বেলা ১০.৩০ ঘটিকায় বিক্রয় করা হবে। আগ্রহী ডাককারীগণের নির্ধারিত তারিখ ও স্থানে যথাসময়ে উপস্থিত থেকে ডাকে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হলো।

শর্তাবলীঃ

 

 ১ ।  নিলাম যোগ্য বিদ্যালয় ভবন ও পরিত্যক্ত মালামালের মুল্য নিম্নরূপঃ

  1. নিলাম যোগ্য দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন এর পরিত্যক্ত মালামালের সরকারি ডাকমূল্য ৩০,৫০০/-টাকা।
  2.  নিলাম যোগ্য বিরিশিরি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন এরপরিত্যক্ত মালামালের সরকারি ডাকমূল্য ২০,০০০/- টাকা।
  3. নিলাম যোগ্য বায়রাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন এর পরিত্যক্ত মালামালের সরকারি ডাকমূল্য ২৩,৯৬৪/-টাকা।
  4.  নিলাম যোগ্য শ্রীরামখিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও পরিত্যক্ত মালামালের সরকারি ডাকমূল্য ৩৪,৩৫১/- টাকা।

২।         সর্বোচ্চ ডাককারীকে তাৎক্ষনিক ভাবে সমুদয় টাকা জমা দিতে হবে।

৩।         সর্বোচ্চ ডাকাকারীকে বিধি মোতাবেক পরবর্তীতে কার্যাদেশ প্রদানের পূর্বেই ১৫% ভ্যাট ৫% আয়কর ভিন্ন ভিন্ন কোডে চালানের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দিয়ে চালানের কপি জমা দিতে হবে।

৪।         সর্বোচ্চ ডাককারী কার্যাদেশ প্রাপ্তির অনধিক ৭(সাত)দিনের মধ্যে নিজ খরচে নিজ দায়িত্বে পরিত্যক্ত ভবণ/ মালামাল দ্রম্নত অপসারণ করতে হবে।

৫।         সর্বোচ্চ ডাককারী তাৎক্ষণিক ভাবে সমুদয় টাকা জমা দিতে ব্যর্থ হইলে গ্রহণ যোগ্য দ্বিতীয় ডাককারীকে বিবেচনা করাহবে।

৬।         প্রত্যেক ডাককারীকে(অংশগ্রহণকারী) ৫০০০/-(পাঁচ হাজার)টাকা নগদ (ফেরত যোগ্য) জামানত জমাকরণ পূর্বক ডাকে অংশ গ্রহণ

করতে হবে।

৭।         সর্বোচ্চ দরদাতাকে কার্যাদেশ না পাওয়া পর্যমত্ম পরিত্যক্ত ভবণের মালামাল নিজ হেফাজতে রাখতে হবে। নিলামের পর কোন রকম খোয়া যাওয়া বা কম বেশী হলে কোন প্রকার ওজর আপত্তি গ্রহণ যোগ্য হবে না ।

 

 

                                                                                           

               স্বাক্ষরিত/-                     

  উপজেলা নির্বাহী অফিসার

    দুর্গাপুর,নেত্রকোনা।

 

স্মারক নং-  431                                                                                             তারিখঃ18/6/12

অনুলিপিঃ সদয় অবগতির জন্য প্রেরণ করা হলোঃ

১। জেলা প্রশাসক,নেত্রকোনা।

২। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দুর্গাপুর, নেত্রকোনা।

৩। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নেত্রকোনা।

সদয় অবগতি ও বহুল প্রচারের জন্য প্রেরণ করা হলোঃ

 

১। উপজেলা শিক্ষা অফিসার,দুর্গাপুর,নেত্রকোনা।

২। উপজেলা .......................................কর্মকর্তা,দুর্গাপুর,নেত্রকোনা।

৩। মেয়র, দুর্গাপুর পৌরসভা, দুর্গাপুর, নেত্রকোনা।

৪। চেয়ারম্যান  .............................................ইউনিয়ন পরিষদ,দুর্গাপুর,নেত্রকোনা।

৫। প্রধান শিক্ষক,দুর্গাপুর, বিরিশিরি মডেল, বায়রাউড়া ও  শ্রিরামখিলা  সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুর্গাপুর,

     নেত্রকোনা।

৬। অফিস কপি।

উপজেলা নির্বাহী অফিসার

দুর্গাপুর,নেত্রকোনা।

ডাউনলোড